মোদির সভায় ভিড় বোঝাতে সরিষা দানা!‌

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৫৩ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:০২

নতুন নাগরিকত্ব আইন নিয়ে ব্যাকফুটে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এ নিয়ে রাজ্যে রাজ্যে তোপের মুখে পড়ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এমন অবস্থায় মোদির জনপ্রিয়তা ও জনসভায় ভিড় দেখাতে অকল্পনীয় কাজ করেছে সরকারের আইটি সেল। মোদির জনসভায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়েছে সরিষা দানার ছবি। এ নিয়ে সমালোচনায় মেতেছে ভারতের সর্বস্তরের মানুষ।

ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক মঞ্চে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে বিপুল মানুষের ভিড়। এ দিয়ে মূলত মোদির জনপ্রিয়তা দেখাতে চেয়েছিল তারা।

সেখানে দেখা যাচ্ছে আকাশ সমান উঁচু একটি মঞ্চে দাড়িয়ে নরেন্দ্র মোদি মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে কোটি কোটি সর্ষের দানা। দানাগুলির মাঝে থাকা সরিষা গাছের কাঠিগুলো ছবি থেকে মুছতে হয়ত ভুলে গিয়েছে আইটি সেল। খবর দৈনিক আজকালের।

এরপরই দ্রুত ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনা। বিরোধীরা বলছেন, মোদির জনপ্রিয়তা দেখাতে যতই কারসাজির আশ্রয় নেয়া হোক না কেন তা সাধারণ জনগণের চোখ এড়াবে না।

ঢাকা টাইমস/২৫জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :