আড়াই ঘণ্টায় ১০ ভোট!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩
ফাইল ছবি

রাজধানীর বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি ভোট কেন্দ্র্রে আড়াই ঘণ্টায় ১০টি ভোট পড়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে এই কেন্দ্রের নারীদের জন্য ৩ নম্বর ভোট কক্ষে এমন চিত্র দেখা যায়।

সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট দিতে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ দেখা যায়নি অনেক কেন্দ্রে। ভোটার উপস্থিতি দেখা গেছে অনেক কম। এ কারণে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন।

বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আড়াই ঘণ্টায় মাত্র ১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোলিং অফিসার নাহিদুল ইসলাম জানান, ‘এখানে ভোট সংখ্যা ৪৪৮ জন। সকাল আটটা থেকে ভোট দিতে আসেন দশ জন।’

একই সময়ে ১নং কক্ষে ১০টা ২২ মিনিট পর্যন্ত ২২ জন, ৪ নং কক্ষে ১৯ জন ভোটার ভোট দিয়েছেন। ১০টা ২৮ মিনিটে পুরুষ ভোট কক্ষে ২৫ জন্য ভোটার ভোট দিয়েছে।

এই ভোট কেন্দ্রে নৌকার পক্ষের এজেন্ট থাকলে ধানের শীষের কোনো এজেন্টকে পাওয়া যায়নি। চারজন এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চারজন এজেন্টের একজন জনি রাব্বি ফয়সাল। তিনি অভিযোগ করেন, তাকেসহ চারজনকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এআইএম /এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :