রাজশাহীতে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৪

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার আরেক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকালে রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- দুর্গাপুর উপজেলার কিসমতবগুড়া গ্রামের আজিজুল ইসলাম, আজিজুলের স্ত্রী শাহীনুর বেগম এবং আবদুস সাত্তার। তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে আরও তিন মাস কারাভোগ করতে হবে আসামিদের। তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম রেজিয়া বেগম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবদুস সাত্তার তার স্বামী। রেজিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস জেল দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ জুন সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা আবদুল মান্নানকে কুপিয়ে হত্যা করেন। এ নিয়ে নিহত মান্নানের ছেলে গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ২০১৬ সালে ২৯ অক্টোবর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল হয়। পরে সাক্ষ্য-প্রমাণেরভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইব্রাহিম হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শরিফুল ইসলাম। মামলার রায় নিয়ে নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিলই রইল, আদালতের সময় নষ্ট করায় জরিমানা 

সার আত্মসাৎ: দুদকের মামলায় কারাগারে সাবেক সংসদ সদস্য পোটন

‘মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে নয়’ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত

শিল্পী সমিতি: মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :