শিল্পী সমিতি: মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১০:৩৫| আপডেট : ১৫ মে ২০২৪, ১২:১৬
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।

নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।

এর আগে গত ১৯ এপ্রিল এফডিসিতে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতভর ভোটগণনা শেষে পরদিন সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

নির্বাচনে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন। একই পদে বিপক্ষ প্যানেলের মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার থেকে ১৬ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার। তিনি পান ২০৯ ভোট। মিশা-ডিপজল ছাড়াও তাদের প্যানেলের অধিকাংশ প্রার্থীই এই নির্বাচনে জয়লাভ করেন।

(ঢাকাটাইমস/১৫মে/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা