বিরল রেকর্ড গড়তে চলেছেন টেইলর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৯
অ- অ+

বিরল মাইলস্টোন সন্দেহ নেই৷ এমন এক নজির, যা ক্রিকেটবিশ্বের আর কারও নেই৷ আগামী ২১ ফেব্রুয়ারি ওয়লিংটনে তেমনই এক বিশ্বরেকর্ড গড়তে চলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর৷

ক’দিন আগে বে ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে অনবদ্য এক মাইলস্টোন স্থাপন করেন টেইলর৷ নিউজিল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামার সেঞ্চুরি করেন তিনি৷ অর্থাৎ মাউন্ট মাউনগানুইয়ে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচটি ছিল টেইলরের ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷ তাঁর আগে আর কোনও কিউই ক্রিকেটার ১০০টি টি-২০ ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেননি৷

এবার টেইলর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০, তিন ফর্ম্যাটেই ১০০ ম্যাচ খেলার মাইলস্টোন স্থাপন করতে চলেছেন৷ ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামলেই টেলর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই দেশের হয়ে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন৷

এটা এমন এক রেকর্ড, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই৷ টেইলর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ৯৯টি টেস্টে৷ তিনি ইতিমধ্যেই ২৩১টি ওয়ানডে খেলেছেন৷ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ১০০টি৷ ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আরও যে দু’জন ক্রিকেটার ১০০ ম্যাচ খেলেছেন তাঁদের কেউই ১০০ টেস্টের মাইলস্টোনে পৌঁছননি৷

পাকিস্তানের শোয়েব মালিক ১১৩টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন৷ ওয়ানডে খেলেছেন ২৮৭টি৷ তবে মাত্র ৩৫টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন তিনি৷ ভারতের রোহিত শর্মা খেলছেন ১০৮টি আন্তর্জাতিক টি-২০৷ তাঁর খেলা ওয়ানডে ম্যাচের সংখ্যা ২২৪৷ তবে মাত্র ৩২টি টেস্টে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে শীর্ষ মাদক কারবারি ‘মোল্লা’ গ্রেপ্তার, আছে ১৬ মামলা
সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের
রাজনীতিতে প্রতিহিংসা আগামীর জন্য অশনি সংকেত: ব্যারিস্টার আনিস 
দাম কমল এলপি গ্যাসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা