মুজিববর্ষে ফরিদপুর পুলিশ সুপারের নতুন কার্যালয়ের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৬

মুজিববর্ষে উদ্বোধন হবে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি ৬৫ লাখ টাকা। এটি চালু হলে জেলায় পুলিশ বিভাগের কার্যক্রম আরো গতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮২০০ বর্গ ফুটবিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ বছরের ৩১ জানুয়ারি এর নির্মাণ কাজ শেষ হয়।

সংশ্লিষ্টরা জানায়, ছয় তলাবিশিষ্ট এই কার্যালয়টিতে রয়েছে প্রশস্ত ভিডিও কনফারেন্স রুম, আগন্তুকদের বিশ্রাম কক্ষসহ নানাবিধ সুবিধা। নিরাপত্তার স্বার্থে এখানে সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা রয়েছে।

ফরিদপুর গণপূর্ত বিভাগ জানায়, সারাদেশে নয়টি জেলায় পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণ কাজের অংশ হিসেবে এই ভবনটি নির্মাণ হয়েছে।

পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, এই জেলায় সেবাগ্রহিতাদের পরিসর বেড়েছে। সেইসঙ্গে পুলিশ কার্যালয়ের জনবলও বেড়েছে। এখন পুলিশের সুপারভিশন (পর্যবেক্ষণ) জরুরি হয়ে পড়েছে।

দেশের অন্যান্য ক্ষেত্রের মতো পুলিশ বিভাগেও ডিজিটালাইজেশন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজের তদারকি নিশ্চিত না হলে পুলিশের সেবার মান বাড়বে না। আমরা একটি সুপার কানেকটিভি গড়ে তুলতে চাইছি।’

তিনি বলেন, ‘জনগণ এখন ঘরে বসেই সেবা পাচ্ছে। ই-পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশনের জন্য এখন ঘরে বসে অনলাইনেই আবেদন করা যাচ্ছে। ডিজিটাল সিগন্যাচারও চালু হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘একটি আধুনিক নগরী গড়ে তুলতে সার্ভিলেন্স সিস্টেম গড়ে তোলা দরকার তার সবকিছুই এখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা এখানে সকল সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নিয়ন্ত্রণ কক্ষ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। হয়তো ভবিষ্যতে এখানে একটি মিডিয়া সেন্টারও গড়ে উঠবে।’

ফরিদপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ শওকত বলেন, ‘জেলা শহরে এটিই প্রথম ছয় তলাবিশিষ্ট পুলিশ সুপার কার্যালয়।’

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :