এশিয়া একাদশে খেলছে বাংলাদেশের চার ক্রিকেটার: পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটিতে এশিয়া একাদশের পক্ষে বাংলাদেশের চার ক্রিকেটারের কথা নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

আগামী মার্চে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেটাকে কিনা স্বীকৃতি পাবে আন্তর্জাতিক স্ট্যাটাসেরও। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন বিসিবির।

এই ম্যাচের জন্য ইতোমধ্যে বাংলাদেশে সম্ভাব্য কয়েকজন ক্রিকেটারের কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পাপনের ভাষ্য মতে, তামিম-মুশফিকের খেলার পাশাপাশি যোগ হতে পারেন মাহমুদুল্লাহ, মুস্তাফিজ। এমনকি এই টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা তরা হতে পারে লিটনের নামও।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘ম্যাচ যেহেতু দুইটা, এক ম্যাচে কেউ সুযোগ না পেলে পরের ম্যাচে তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে। আমার ধারণা এখন পর্যন্ত মুশফিক ও তামিম নিশ্চিত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়াও রিয়াদ ও মুস্তাফিজকে খেলানো হতে পারে। লিটনের ব্যাপারেও আমরা আলোচনা করছি।’

পাপন আরো বলেন, ‘আসলে পজিশনের উপর অনেক কিছু নির্ভর করে। এমনও হতে পারে আমোদের সবচেয়ে ভালো খেলোয়াড়টা দলে জায়গা পাচ্ছে না। সবমিলিয়ে আমাদের চার-পাঁচজন খেলবে এটা নিশ্চিত। কে খেলবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।’

বিসিবির দেওয়া তারিখ অনুযায়ী আগামী ১৮ ও ২১ মার্চ দুইটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের খেলা থাকার কারণে পরিবর্তন আসতে পারে ম্যাচের তারিখে।’

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বিশ্বকাপে প্রথম অঘটন: সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

শ্বাসরুদ্ধকার ম্যাচে সুপার ওভারে গড়াল পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ

শুরুর ধাক্কা কাটিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

যুক্তরাষ্টের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের মাঝে হঠাৎ যে কারণে হোটেল পাল্টাল পাকিস্তান দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের ১২ ফুটবলারকে রিয়াল মাদ্রিদে প্রশিক্ষণে নেবে হ্যালো সুপারস্টার্স

আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম: সাকিব

কোনো ম্যাচ না জিতলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে বাংলাদেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :