নোয়াখালীতে মোদিবিরোধী বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২০, ১৯:০৬
অ- অ+

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের গণহত্যা, ঘর-বাড়ি উচ্ছেদ, মসজিদ ভাঙচুর, বসতঘরে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে নোয়াখালীর বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল করেছে তাওহিদী জনতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসময় তারা মোদিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। শুক্রবার জুমার নামাজের পর জেলার চৌমুহনী, কোম্পানীগঞ্জ ও হাতিয়ায় এ বিক্ষোভ মিছিল হয়।

জুমার নামাজের পর জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে জননেতা নুরুল হক মিলনায়তনের সামনে থেকে সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার ওই মিলনায়তনে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এ সময় মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন। পরে বিশ্বের মুসলিমদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

এদিকে একই সময় জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা সুফির সভাপতিত্বে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাদানী প্রমুখ।

একই সময় জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি এমরাত আলী জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ মুসল্লিরা। পরে মিছিলটি ওছখালির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

(ঢাকাটাইমস/৬মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা