কেউ বাইরে যাবেন না: সেলিনা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১২:১৮| আপডেট : ২৪ মার্চ ২০২০, ১২:৫১
অ- অ+

করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে ৩৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন। করোনা আতঙ্কে ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব ধরনের শুটিংও।

করোনা বিষয়ে জনগণকে সচেতন করতে সরকারি-বেসরকারিভাবে অনেক প্রচারণা চালানো হচ্ছে। মাঠে নেমেছেন তারকারাও। অনেকে ইতোমধ্যে ফেসবুকের মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে সচেতনতামূলক নানা ভিডিও ও স্ট্যাটাস পোস্ট করছেন।

সেই তালিকায় এবার যোগ হলো বর্তমান প্রজন্মের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা। ফেসবুক লাইভে এসে তিনি করোনাভাইরাস হাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

সেলিনা বলেন, ‘সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে একটি কঠিন সময়ের মধ্যে দিন অতিবাহিত করছি। সকলের নিকট বিনীত অনুরোধ, কেউ কোথাও বাইরে যাবেন না। দয়া করে সবাই যার যার ঘরে থাকুন।’

বর্তমানে ‘স্টেশন’ নামের নতুন ছবির কাজ রয়েছে আফ্রি সেলিনার হাতে। মাসুম রেজা রচিত চিত্রনাট্য নিয়ে এটি পরিচালনা করবেন রাসেল আহমেদ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফ্রি। আগামী ৫ এপ্রিল ছবির শুটিং শুরু হওয়ার কথা।

ঢাকাটাইমস/২৪মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি 
জুমার নামাজের পর জবি শিক্ষার্থীদের গণঅনশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা