কেউ বাইরে যাবেন না: সেলিনা

করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে ৩৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন। করোনা আতঙ্কে ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব ধরনের শুটিংও।
করোনা বিষয়ে জনগণকে সচেতন করতে সরকারি-বেসরকারিভাবে অনেক প্রচারণা চালানো হচ্ছে। মাঠে নেমেছেন তারকারাও। অনেকে ইতোমধ্যে ফেসবুকের মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে সচেতনতামূলক নানা ভিডিও ও স্ট্যাটাস পোস্ট করছেন।
সেই তালিকায় এবার যোগ হলো বর্তমান প্রজন্মের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা। ফেসবুক লাইভে এসে তিনি করোনাভাইরাস হাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
সেলিনা বলেন, ‘সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে একটি কঠিন সময়ের মধ্যে দিন অতিবাহিত করছি। সকলের নিকট বিনীত অনুরোধ, কেউ কোথাও বাইরে যাবেন না। দয়া করে সবাই যার যার ঘরে থাকুন।’
বর্তমানে ‘স্টেশন’ নামের নতুন ছবির কাজ রয়েছে আফ্রি সেলিনার হাতে। মাসুম রেজা রচিত চিত্রনাট্য নিয়ে এটি পরিচালনা করবেন রাসেল আহমেদ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফ্রি। আগামী ৫ এপ্রিল ছবির শুটিং শুরু হওয়ার কথা।
ঢাকাটাইমস/২৪মার্চ/এএইচ

মন্তব্য করুন