করোনায় আক্রান্ত উপদেষ্টা, আইসোলেশনে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ০৯:৪৬

উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ায় এক সপ্তাহের জন্য আইসোলেশনে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার দেশটির প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করবেন।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। বেশিরভাগ কাজ তিনি বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে করছেন। নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে ইসরায়েলে ৪ হাজার ৬৯৫ জন আক্রান্ত এবং ১৬ জন নিহত হয়েছেন।

ঢাকা টাইমস/৩১মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :