ফিটনেস অনুশীলনে রোনালদোর সঙ্গী বান্ধবী জর্জিনা

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ‘লকডাউন’ চলছে। ঘরবন্দি অবস্থায় সেলেব থেকে সাধারণ মানুষ। একঘেঁয়েমি কাটাতে নানা উপায়ে সময় কাটাচ্ছেন সেলিব্রেটিরা। তেমনই ফুটবলার থেকে ক্রিকেটার বিশেষত, ক্রীড়াবিদরা কিন্তু কোয়ারেন্টাইনে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন।
বাইরে লকডাউন,পর্তুগালে তাই গৃহবন্দি ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের বাড়িতে থাকলেও ফিটনেস ট্রেনিংয়ে অবশ্য এতটুকু কমতি নেই পর্তুগিজ তারকার। সেই ফিটনেস ট্রেনিংয়ে রোনালদোর পার্টনার এবার তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সুন্দরী বান্ধবীর সঙ্গে ফিটনেস ট্রেনিং এর ভিডিও নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সিআরসেভেন।
সেখানে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে ব্রিজের মত ঢালু এক জায়গায় দৌঁড়াচ্ছেন রোনালদো আর তার বান্ধবী। করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ইউরোপে ফিরতে চলেছে ফুটবল। তাই গৃহবন্দি অবস্থায় থাকলেও, নিজেকে তৈরি রাখছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার।
(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এসইউএল)

মন্তব্য করুন