বগুড়ায় অসহায়দের পাশে শাহ সুলতান গ্রুপের এমডি সোহাগ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৩:১৩
অ- অ+

বগুড়ায় করোনা সংকটে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করছে শাহ সুলতান গ্রুপ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের রাজা বাজারে সোহাগ ভান্ডার ও সোহাগ এন্টারপ্রাইজের উদ্যোগে পাঁচশ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ, দুই লিটার তেল, মিষ্টি লাউ, সাবান দেওয়া হয়েছে।

শাহ সুলতান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানুর রহমান সোহাগ বলেন, ‘গত ১ এপ্রিল বুধবার গাবতলী চকবোচাই এলাকা থেকে শাহ সুলতান গ্রুপ অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছি। এছাড়া সরকারি নির্দেশনা মেনে শাহ সুলতান গ্রুপের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ছোট বড় মিলিয়ে প্রায় ১০ হাজার শ্রমিক ও কর্মচারির বেতনভাতাসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছি।’

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি করোনা কালীন সংকট মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানোর। দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা আমাদের চলমান কার্যক্রম। কর্মহীন অসহায় মানুষদের মাঝে আমাদের এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।’

তিনি জানান, এখন পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার, চেলোপাড়া এবং উপজেলা পর্যায়ে শিবগঞ্জ, গাবতলী, নন্দীগ্রামের তিন হাজার অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/ ১০ এপ্রিল/ এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবার মৃত্যুতে বিএসপিপির শোক
প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি: আমিনুল হক
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য: ড. মাহাদী আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা