এবার ৫০ নারী শ্রমিকের পাশে সালমান

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১৫:৩৪

লকডাউনে পানভেলের বাগান বাড়িতে বন্দি বলিউডের মেগাস্টার সালমান খান। তাতে কী? মানুষের পাশে দাঁড়ানো থেকে পিছপা হননি বলিউডের সুলতান। করোনা সংকটের সময় ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীর যাবতীয় খরচের ভার তিনি আগেই কাঁধে তুলে নিয়েছেন। এবার মালেগাঁওয়ের ৫০ জন নারী শ্রমিকের পাশেও দাঁড়ালেন।

মালেগাঁও থেকে জরুরি ফোন পাওয়ার পর সেখানকার ৫০ জন নারী শ্রমিকের খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করেছেন সালমান খান। তার টিম গ্রাউন্ড রিসার্চ করে গরিবদের হাতে সাহায্য তুলে দিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন সালমানের ম্যানেজার। যখনই কেউ সমস্যায় পড়েছেন, সালমান তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানান তিনি।

এদিকে সম্প্রতি মুম্বাইয়ের দিনমজুরদের হাতেও নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন রাজনীতিক বাবা সিদ্দিকি।

তিনি ট্যুইটে লিখেন, ‘দিনমজুরদের পাশে দাঁড়ানোয় সালমান খানকে ধন্যবাদ। মানুষকে সাহায্য করার ক্ষেত্রে সবসময়ই আপনি সবার থেকে এগিয়ে। আবারও তা প্রমাণ করলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার জন্য এবং কেউ যাতে অভুক্ত নিশিযাপন না করেন তা নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ।’

ঢাকাটাইমস/১৩এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :