বাবা ও দুই ভাইয়ের আঘাতে প্রাণ গেল কৃষকের

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ০০:১৭
অ- অ+

রাজশাহীতে বাবা এবং দুই ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাইনুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলার গোদাগাড়ী উপজেলার পালপুর গ্রামে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় নিহত মাইনুলের সাথে তার বাবা সাবদুল ইসলামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাবদুল এবং তার আরও দুই ছেলে হাসিবুল ও লিটন তর্কবিতর্কের সাথে যুক্ত হয়। এ সময় মাইনুলকে তারা লাঠি এবং ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করেন।

তাদের আঘাতে মাইনুল গুরুতর আহত হলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মাইনুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই নিহত মাইনুলের বাবা এবং দুই ভাই বাড়ি থেকে পালিয়েছেন। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। নিহত মাইনুলের ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবার মৃত্যুতে বিএসপিপির শোক
প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি: আমিনুল হক
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য: ড. মাহাদী আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা