পরিচারিকার সৎকার করে প্রশংসিত গম্ভীর

লকডাউনের জন্য মৃতদেহ ওডিশায় পাঠানো কোনওমতেই সম্ভব হচ্ছিল না। শেষমেষ এগিয়ে এলেন গৌতম গম্ভীর নিজেই। পরিবারের একজন সদস্যের মতোই সব দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। লকডাউনে বাড়ির পরিচারিকার মৃতদেহ সৎকার করে দৃষ্টান্ত গড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
পরিচারিকা সরস্বতী পাত্রকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেন গম্ভীর। কর্মসূত্রে বিগত ৬ বছর ধরে গম্ভীরের বাসভবনে পরিচারিকার কাজে নিযুক্ত ছিলেন সরস্বতী দেবী। এদিন তার ছবি পোস্ট করে গম্ভীর লেখেন, ‘আমার ছোট্ট সন্তানের দেখভাল করা কখনোই ঘরোয়া কাজের মধ্যে পড়ে না। উনি ছিলেন আমার পরিবারের একজন। তার শেষকৃত্য সম্পন্ন করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।’
প্রাক্তন তারকা ব্যাটসম্যানের সংযোজন, ‘জাতি-বর্ণ-ধর্ম-সামাজিক অবস্থান ছাপিয়ে মানুষকে সম্মান জানানো সর্বদা আমার কাছে প্রাধান্য পেয়ে এসেছে। এভাবেই উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এমনই এক ভারতের স্বপ্ন দেখি।’
উল্লেখ্য ওডিশার জাজপুর জেলার বাসিন্দা সরস্বতী পাত্র গত ৬ বছর ধরে গম্ভীরের সন্তানের দেখাশোনার কাজে নিযুক্ত ছিলেন। সম্প্রতি উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরস্বতী দেবী। এরপর মৃতদেহ ওডিশায় তার বাড়িতে পাঠানো নিয়ে তৈরি হয় বিস্তর সমস্যা। শেষমেষ আর উপায় ছিল না। পরিবারের একজন সদস্য হিসেবেই সরস্বতী দেবীর শেষকৃত্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটার।
গম্ভীরের এমন মানবিকতার নজির, পরিচারিকার প্রতি পূর্ণ দায়িত্ববোধ নজর কেড়েছে নেটিজেনদের।
(ঢাকাটাইমস/২৫ এপ্রিল/এআইএ)

মন্তব্য করুন