করোনাকালে ঢাকা ছেড়েছেন ১৮৮৭ ব্রিটিশ নাগরিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৯:৩৭
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকেপড়া যুক্তরাজ্যের নাগরিকদের শেষ ফ্লাইটি ২৩৩ জন ব্রিটিশ নাগরিক নিয়ে ঢাকা ছেড়েছে। এদের মধ্যে নয়জন শিশুও রয়েছে।

এ নিয়ে নয়টি ফ্লাইটে মোট এক হাজার ৮৮৭ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন।

দূতাবাসের কর্মকর্তা জানান, আজ নয় শিশুসহ ২৩৩ জন ব্রিটিশ নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

বেলা সাড়ে তিনটার পর ফ্লাইটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন বলে জানান এই কর্মকর্তা।

এর আগে যুক্তরাজ্যের এসব নাগরিকের একটি অংশকে সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরিয়ে আনা হয়।

গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। এরপর ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিক দেশে ফিরে যান। গত ২৬ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৬৮ নাগরিক দেশে ফিরে যান। ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন। গত ১ মে নয় শিশুসহ ২১৫ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরেন। গত ৩ মে ২১৩ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরেন। সর্বশেষ গত ৫ মে ২৩৬ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরেন।

(ঢাকাটাইমস/০৭মে/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :