৩০০ পরিবারকে খাবার দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২০, ২২:৪৪

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া তিনশো পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল। ব্যক্তিগত অর্থায়নে এসব খাবার বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

শুক্রবার রাজধানীর মিরপুরে ভিন্ন পয়ন্টে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর উপস্থিতিতে এ খাবার বিতরণ করা হয়।

কে এম মনোয়ারুল ইসলাম বিপুল জানান, রোজার শুরু থেকেই মাঝে মাঝে তিনি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি এর আগেও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে ৫০০ পরিবারকে চাল-ডাল, পেঁয়াজ, তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছেন। পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান মনোয়ারুল ইসলাম বিপুল।

এছাড়া মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে শুরু করে ফুটপাতে বাস করা ছিন্নমূল ও ভাসমান মানুষ, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবীসহ সব মানুষের মাঝে তিনি ইফতার বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে থাকে ছোলা, পেঁয়াজু, বেগুনি, খেজুর, আপেল, খিচুড়ি।

মনোয়ারুল ইসলাম বিপুল বলেন, ‘ছিন্নমূল মানুষেরা যাতে একটু ভালোভাবে খেতে পারে, এজন্য নিজের হাতে ইফতার তুলে দিচ্ছি। খাবার তুলে দেয়ার আগে স্যানিটাইজার তাদের হাতে ঢেলে দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে বলছি। এর পরেই তাদের হাতে ইফতার দিচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘অনেক মানুষ বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু তার কাছে হয়তো ইফতার কেনার মতো প্রয়োজনীয় টাকা নেই। এজন্য আমরা তাদের হাতে ইফতার দিচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সে আহ্বানে সাড়া দিয়ে আমি ব্যক্তিগতভাবেই এ উদ্যোগ নিয়েছি।’

(ঢাকাটাইমস/০৮মে/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাচ্ছে বিএনপি 

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির কাপড় বিতরণ

আগ্রাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে: ১২ দলীয় জোট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ফের নির্বাচন চান পরাজিত ৩ প্রার্থী

স্বরাষ্ট্রমন্ত্রী ‘জানেন না’ সাবেক আইজিপি কোথায়, সালামের প্রশ্ন ‘দেশ কে চালাচ্ছে’

ক্ষমতাচ্যুত হলে সবার অপকর্ম-দুর্নীতি বেরিয়ে আসবে: মজনু

আওয়ামী লীগ দেশপ্রেমিক নয় বর্গি: মির্জা ফখরুল

দোষী সাব্যস্ত হলে বেনজীরকে দেশে ফিরতেই হবে: কাদের

বেনজীরকে দেশত্যাগের সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

পঁচাত্তরের ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃতি শুরু হয়: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :