স্টেডিয়ামে স্ত্রীর উপস্থিতিতে নার্ভাস হন তামিম-রোহিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০২০, ২৩:১৮
অ- অ+

করোনাভাইরাসের কারণে আপাতত ক্রিকেট বন্ধ। তাই ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল একটি উদ্যোগ নিয়েছেন। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে লাইভ সেশন করছেন তিনি। শুক্রবার রাতে তামিমের লাইভে অতিথি ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

লাইভে নানা বিষয় নিয়ে আলোচনা করেন তামিম-রোহিত। এক পর্যায়ে তামিম রোহিতকে প্রশ্ন করেন, যখন আপনার স্ত্রী স্টেডিয়ামে আপনার খেলা দেখতে যান তখন আপনি নার্ভাস হয়ে যান কিনা?

উত্তরে রোহিত শর্মা বলেন, ‘অবশ্যই, যখন সে স্টেডিয়ামে যাই আমি নার্ভাস থাকি। ২০১৮ সালে এশিয়া কাপের সময় সে ছয় মাসের প্রেগন্যান্ট ছিল। দুবাইয়ে তখন ৪২ ডিগ্রি তাপমাত্রা। ওই গরমের মধ্যেও সে ম্যাচ দেখতে গিয়েছে। আমি তাকে বলেছিলাম তুমি সূর্য ডুবে যাওয়ার পরে এসো। সে শোনেনি। টসের সময়ই চলে এসেছিল। তাকে নিয়ে আমার চিন্তা হচ্ছিল। গত বিশ্বকাপেও সে স্টেডিয়ামে বসে আমার খেলা দেখেছে। সে আমাকে দারুণভাবে সমর্থন করে।’

এরপর তামিম বলেন, ‘আমি বিয়ে করেছি প্রায় সাত ব্ছর হলো। কিন্তু আমি স্ত্রীকে কখনো স্টেডিয়ামে খেলা দেখতে যেতে দেয়নি। কারণ, আমার মনে হয়, ও গেলে আমি খুব নার্ভাস থাকব।’

(ঢাকাটাইমস/১৫ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা