তাড়াশে ইয়াবাসহ দুই মাদক কারবারি ধরা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৯:২১
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর গ্রামের আসলাম হোসেন ও একই উপজেলার কৈচারপাড়া গ্রামের মিজানুর রহমান।

রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন সংবাদে নাটোর থেকে একটি বড় ইয়াবার চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে নাটোর-ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট স্থাপন করি। এ সময়ে ঢাকামুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫৪টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত চারটি মোবাইল, চারটি সিম কার্ড এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা