চাঁপাইনবাবগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

চাঁপাইনাববগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ১৩:৫৯

চাঁপাইনবাবগঞ্জে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও ২০ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৪২ জন। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, সর্বশেষ জেলা থেকে ২০৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে গত বুধবার রাতে সেখান থেকে ২০ জনের করোনা শনাক্তের বিষয়টি জানায়। নতুন শনাক্ত এ ২০ জনের মধ্যে জেলার গোমস্তাপুর উপজেলার নমুনা সংগ্রহকারী এক স্বাস্থ্য কর্মীসহ নয়জন, শিবগঞ্জের এক স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ভোলাহাটের ছয়জন, নাচোলের একজন এবং সদর উপজেলার একজন। তাদেরসহ জেলায় এ পর্যন্ত শনাক্ত ৭৮ জনের মধ্যে সদর উপজেলার ২৫ জন, শিবগঞ্জের ১৪ জন, গোমস্তাপুরের ১৭ জন, নাচোল উপজেলার ১২ জন এবং ভোলাহাটের ১০ জন।

ঢাকাটাইমস/১১জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :