সংবাদপত্র হকার্স ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোস্তফা আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২০, ১২:২২
অ- অ+

গণমাধ্যম জগতের পরিচিত মুখ ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল (৭০) আর নেই।

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ বুধবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বাদ জোহর জানাজা শেষে মোস্তফা কামালের মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

দেশের সংবাদপত্র শিল্পের প্রচারে ভূমিকা পালনকারী এই নিবেদিতপ্রাণ মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বনামধন্য গণমাধ্যম দৈনিক ঢাকা টাইমস, মূলধারার নিউজপোর্টাল ঢাকাটাইমস ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রাহমান দোলন।

মোস্তফা কামাল ১৯৮১ সাল থেকে দক্ষতার সঙ্গে সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর আগে তিনি দীর্ঘ সময় ইউনিয়নের জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন মেয়াদে পাঁচবার ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/২৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা