বিয়ের দু’দিন পর বরের মৃত্যু, ১২৫ জনের করোনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ জুন ২০২০, ১৬:২০ | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১৫:৫২

বিয়ে করেছেন মাত্র দুদিন হলো। এরপরই করোনায় মৃত্যু হয়েছে বরের। আর বিয়েতে অংশ নেয়া ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। এটাই বিহারে প্রথম বড় আকারে সংক্রমণের ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিহারের পালিগঞ্জের একটি বিয়ে বাড়ি থেকে সংক্রমিত হয়েছেন ১০০ জনেরও বেশি৷ বিয়ে বাড়ি থেকে নিজেদের গ্রামে ফিরে যাওয়ার পর সেই গ্রামেও ছড়িয়ে পড়েছে সংক্রমণ৷ বিয়ের ২ দিন পরেই করোনায় মৃত্যু হয়েছে বরের৷

বিয়ের ১৫ দিন অবধি এখনও এই বিয়ে বাড়ি থেকে ছড়িয়ে পড়া সংক্রমণের জেরে করোনা পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে৷ ইতিমধ্যেই ১২৫ জন করোনা পজিটিভ হয়েছেন এই বিয়ে বাড়ি থেকেই৷

দিল্লি থেকে যখন ওই যুবক বাড়ি ফিরেছিলেন তখন বিহারে কোয়ারেন্টাইন সেন্টার বন্ধ হয়ে গিয়েছিল, তাই তাকে হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়েছিল৷ বিয়ের দ্বিতীয় দিনে বর জানান তার পেটে ব্যাথা করছে৷ এই অবস্থায় তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়৷ মৃতের পরিবারসহ মোট ১২৫ জনের করোনা পরীক্ষা করা হয়৷

ঢাকা টাইমস/৩০জুন/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :