তাড়াশে হত্যা চেষ্টা মামলায় জামাই-শ্বশুর গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৯:৪৪
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা চেষ্টা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সোমবার সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের আদম আলী ও তার জামাতা মজনু।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উপজেলার মালশিন গ্রামের জেলহকের ছেলে আনিসকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশে মজনু ও তার শ্বশুর আদম আলী তাড়াশ উত্তরবাদের বাড়ির সামনে মাথায় গুরুত্বর জখম করে। এ ঘটনায় গত ১ জুলাই আনিসের পিতা তাড়াশ থানায় মামলা করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তাড়াশ থানায় সোর্পদ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকাটাইমস/৬জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা