প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নরসিংদী মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ০০:১০

করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সংগ্রহ করা এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বুধবার বিকালে নরসিংদী জেলা প্রশাসনের মাধ্যমে নগদ অর্থের চেক তুলে দেন মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ অনুষ্ঠানে সহায়তার চেক গ্রহণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমরার ঘোষ, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতির এ সময়ে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়ে আবারো দেশপ্রেমের প্রমাণ দিলেন। জাতির সূর্য সন্তান হিসেবে আপনাদের এগিয়ে আসা পরবর্তী দিনগুলোতে আরো ব্যাপক ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :