করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে পারে স্টোকস: হার্শার রসিকতা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ১১:৩২| আপডেট : ২১ জুলাই ২০২০, ১২:৫৩
অ- অ+

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অতিমানবীয় পারফরম্যান্স ক্রিকেট ভক্তদের মহামারির কথা ভুলিয়ে দিয়েছে। একের পর এক চোখ ধাঁধানো সব পারফরম্যান্স প্রদর্শন করে ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন স্টোকস। তাইতো ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক স্টোকসের প্রশংসা করতে গিয়ে রসিকতা করে বললেন- ‘ফর্মের তুঙ্গে আছে স্টোকস, চাইলে সে করোনা ভ্যাকসিনই আবিষ্কার করতে পারে।

দীর্ঘ বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাধ্যমে বাইশ গজে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সিরিজেই ভক্তদের বিধ্বংসী সব ইনিংস উপহার দিচ্ছেন বেন স্টোকস।

প্রথম টেস্টে হারলেও ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংলিশরা। এই জয়ে মূল অবদান স্টোকসের। ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। তার এমন পারফরম্যান্সে ম্যাচ শেষে টুইটারে প্রশংসায় মেতে ওঠেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে স্টোকসের অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রসিকতা করে বললেন- স্টোকস চাইলে করোনা ভ্যাকসিন আবিষ্কার করতে পারে। বাইশ গজে মাঝেমধ্যে স্টোকসকে বড্ড বেমানান লাগে হার্শার।

এক টুইট বার্তায় হার্শা বলেন, ‘স্টোকস দুর্দান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ক্রিকেট মাঠে তার প্রতিভা নষ্ট করা হচ্ছে। এই ফর্ম নিয়ে সে হয়তো চাইলে করোনার ভ্যাকসিনই আবিষ্কার করতে পারে।’

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের জয়ে মূল অবদানই অলরাউন্ডার স্টোকসের। দলের সহ-অধিনায়কের বিচক্ষণ ব্যাটিং-বোলিং দলকে এনে দিয়েছে সম্মানজনক জয়। প্র্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৫৬ বলের মোকাবেলায় ১৭৬ রানের কাব্যিক এক ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে চার-ছয়ে ৫৭ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

(ঢাকাটাইমস/২১ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা