গফরগাঁওয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় মঙ্গলবার দুপুরে তানিয়া বেগম (২৬) নামে এক গৃহবধূ পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। নিহত তানিয়া বেগম পাগলা মেদনার টেক এলাকার ইসহাকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে তানিয়া বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি তার দুই সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করতেন। তার স্বামী প্রবাসী।
সোমবার রাতে পরিবারের সবার অগোচরে তানিয়া বেগম বাড়ি থেকে বের হন। পরে পরিবারের লোকজন রাতেই টের পেয়ে অনেক খোঁজাখুঁজি করে কোনো খোঁজ পায়নি।
স্থানীয় লোকজন মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাশের বিলের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে। পরে লাশটি স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। পরিবারের লোকজন তানিয়ার লাশ শনাক্ত করে।স্থানীয় ইউপি সদস্য তাজউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসীর স্ত্রী তানিয়া মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।
(ঢাকাটাইমস/২১জুলাই/এলএ)

মন্তব্য করুন