বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, মান কেমন জানুন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। রাজধানী শহরটির বায়ুমানের স্কোর এখন ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য পাওয়া গেছে।
সূচকে এখন ১৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, শহরটির স্কোর ১৭০। এই দুটি শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।
তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৪৮; পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৪৭; ষষ্ঠ বাহরাইনের রাজধানী মানামা, স্কোর ১৩২; সপ্তম স্থানে সেনেগালের রাজধানী শহর ডাকার, স্কোর ১২৯; অষ্টম পাকিস্তানের লাহোর, স্কোর ১২৬; নবম আমিরাতের দুবাই, স্কোর ১১০; দশম স্থানে রয়েছে কুয়েত সিটি, শহরটির স্কোর ১০৬।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।
(ঢাকাটাইমস/০৫মে/এফএ)

মন্তব্য করুন