ক্যারিয়ারের শেষে প্রাপ্য সম্মান পাইনি: যুবরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ২০:০৫

টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে তাঁর হাতে ওঠে টুর্নামেন্ট সেরার ট্রফি। বহু ম্যাচে মারকাটারি ব্যাট করে টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন। অথচ সেই তারকারই ক্যারিয়ারের শেষটা ভাল হয়নি। সে নিয়ে আজও আক্ষেপ রয়ে গিয়েছে। তাই অবসরের পরও বিসিসিআইয়ের উপর ক্ষোভ উগরে দিলেন যুবরাজ সিং।

গত বছর জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ। যদিও তার অনেক আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। যুবরাজের মতে, দলকে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার পরও ক্যারিয়ারের শেষে এসে প্রাপ্য সম্মানটা পেলেন না।

যুবরাজের কথায়, ‘‌ক্যারিয়ারের শেষে চূড়ান্ত অপেশাদারিত্বের মুখে পড়তে হয়েছে। আর শুধু আমিই না। হরভজন সিং, বীরেন্দ্র শেবাগ, জহির খানের মতো তারকা ক্রিকেটারদের দিকে তাকান। খুব খারাপভাবে সবকিছু শেষ হয়েছিল। এটা ভারতীয় ক্রিকেটের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই আমার সঙ্গে এমনটা হওয়ায় অবাক হইনি। তবে একটা জিনিসই চাইব। ভবিষ্যতে যেন এই ছবিটা পাল্টায়। কেউ দেশের হয়ে দীর্ঘদিন খেললে তাঁকে যেন প্রাপ্য সম্মানটা দেওয়া হয়।’‌

২০১১ বিশ্বকাপের পরেই মারণ ক্যানসার থাবা বসিয়েছিল যুবরাজের শরীরে। সেই কঠিন রোগ জয় করার পরও জাতীয় দলে জায়গা করে নিতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। কামব্যাকও করেছিলেন। তবে তাঁর জায়গা দীর্ঘস্থায়ী হয়নি। খানিকটা হতাশ হয়েই শেষমেশ ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তটা নিয়ে ফেলেন। সেই যুবি চান, প্রত্যেককে যেন যোগ্য সম্মানটুকু দেওয়া হয়।

যুবরাজ বলেছেন, ‘‌গৌতম গম্ভীরের মতো তারকা আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। সুনীল গাভাস্কারের পর টেস্টে ভারতীয় দলকে বহু ম্যাচ জিতিয়েছেন শেবাগ। তালিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ, জহিরও। এঁদের অন্তত সম্মান দেওয়া উচিত।’‌

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :