গাজীপুরে ব্যবসায়ীকে ‘শ্বাসরোধে হত্যা’

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২০, ২১:১১
অ- অ+

গাজীপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আমেনা বেগম ও দুই মেয়ে রিমি এবং ঈশিতাকে থানায় নেওয়া হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, ভাওয়াল মির্জাপুর কলেজপাড়া এলাকার খলিলুর রহমান পাটির ব্যবসা করতেন। বুধবার মধ্যরাতে তার বড় মেয়ে তাকে ঘরের বারান্দায় দাঁড় করিয়ে শৌচকাজে বাইরের শৌচাগারে যান। কিন্তু ফিরে এসে বাবাকে সেখানে না দেখে মার কাছে বাবা কোথায় জানতে চান। পরে মা-মেয়ে একসঙ্গে খুঁজতে থাকেন তাকে। এক পর্যায়ে তাদের বসতঘরের পেছনে খলিলের লাশ দেখতে পান তারা। ওইসময় সেখান থেকে লাশ উদ্ধার করে ঘরে নিয়ে যান তারা। এপর খবর পেয়ে পরদিন সকালে পুলিশ খলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, নিহতের দুই হাঁটুতে আঘাত এবং নাকের নিচে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে গেছে। কী কারণে ও এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা