বেপরোয়া বাস কেড়ে নিল দুই কলেজছাত্রের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ১২:৪৮| আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১২:৫০
অ- অ+

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সজীব রিশাদ ও রাশেদুল ইসলাম নামে দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজীব রিশাদ (২১) ও অপরজন আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকে অধ্যয়নরত ছিল এবং রাশেদ মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের একই শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা ঢাকাগামী মোটরসাইকেলটিকে (খুলনা মেট্রো-ল ১১-২৮২৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/আইআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে ২ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে আরেকজন
টেকনাফে বিজিবির অভিযান: সিএনজির পাপোষের নিচে লুকানো ছিল ইয়াবা
চায়না থেকে ফিরেই সরাসরি নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিস, চাইলেন হামলাকারী সেনা-পুলিশের বিচার
২ হাজারের বেশি ভোটকেন্দ্র অনুপযোগী হিসেবে চিহ্নিত, সংস্কারের প্রয়োজন ১১০ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা