জয়পুরহাটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ২২:২২

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত এলাকাগুলোতে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার পাঁচবিবি সীমান্ত এলাকার চেচঁড়া ও চাঁনপাড়া বাজারে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

পরে আলোচনা সভায় পুলিশ সুপার ছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, পাঁচবিবির সার্কেল ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক (বিট অফিসার) অসিত, সাইফুল ইসলাম, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শাহিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, চুরি, ছিনতাই, মাদক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিংয়ের বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ, অফিস, সামাজিক বিবাদ নিষ্পত্তিতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যরা একযোগে কাজ করে যাবে।

জেলায় মোট ৪৪টি বিট অফিস স্থাপন চূড়ান্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :