ইসরায়েল-আমিরাত চুক্তিতে উদ্বিগ্ন নয় ফিলিস্তিন: মাহমুদ আব্বাস

ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করেছে তাতে ফিলিস্তিন উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি এটিকে অর্থহীন চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তির পর এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিল ফিলিস্তিন প্রেসিডেন্টের দপ্তর। খবর রয়টার্সের।
মাহমুদ আব্বাস বলেন, আরব আমিরাত ফিলিস্তিনি জনগণের অধিকার, ফিলিস্তিন রাষ্ট্র, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং পবিত্র জেরুজালেম শহর- সবকিছু থেকে সরে গেছে।
তিনি বলেন, আমেরিকা, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দেয়া হয়েছে সেখান থেকেই মূলত এ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ভিত্তি তৈরি হবে। যা নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই।
আমিরাত ও ইসরায়েলের এ চুক্তি নিয়ে আরব এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের রাজনৈতিক দল ও সংগঠনগুলো বলছে, ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি ফিলিস্তিনের ‘পিঠে ছুরি মারা’র সামিল।
ঢাকা টাইমস/১৯আগস্ট/এএম/একে

মন্তব্য করুন