রোনালদো-জর্জিনার বাগদান নিয়ে জল্পনা

জর্জিনা রদ্রিগেসের সঙ্গে কি বাগদান সেরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো? সিআর সেভেনের বান্ধবীর একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে।
৩৫ বছর বয়সী রোনালদো এই মুহূর্তে জর্জিনা ও সন্তানদের নিয়ে ফ্রেঞ্চ রিভেরাতে ৫.৫ মিলিয়ন পাউন্ড মূল্যের প্রমোদতরীতে ছুটি কাটাচ্ছেন। ২৬ বছর বয়সী জর্জিনা শনিবার রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন ‘ইয়েস’। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে চর্চা।
দুবছর আগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনও রোনালদো-জর্জিনার বাগদান নিয়ে উত্তাল হয়েছিল বিশ্ব। পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ দেখতে আসা জর্জিনার আঙুলে জ্বলজ্বল করছিল হিরের আংটি। জর্জিনার এই পোস্ট বাগদানেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আন্দ্রেয়া পিরলোর সঙ্গে রোনালদোর রসায়ন নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। ২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইতালির জাতীয় দলের কোচ মার্সেলো লিপ্পি অবশ্য মনে করেন, সিআর সেভেনকে সামলাতে কোনও সমস্যা হবে না জুভেন্টাসের নতুন ম্যানেজারের।
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/এসইউএল)

মন্তব্য করুন