আত্মহত্যার ভিডিও নিষিদ্ধ করল টিকটক

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯

আত্মহত্যার কোনো ভিডিও আর দেখা যাবে না স্বল্পদৈর্ঘ্য ভিডিওচিত্রের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে। ইতিমধ্যে প্লাটফর্মটি বেশ কয়েকটি আত্মহত্যার ভিডিও তাদের সাইট থেকে মুছে ফেলেছে। খবর রয়র্টাসের।

সোমবার এক বিবৃতিতে টিকটিক বলছে, ‘আজকাল আত্মহত্যার ভিডিও ফেসবুক ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। এই বিষয়ে আমরা সচেতন আছি। এখন থেকে যদি এসব ভিডিও আমাদের সাইটে কেউ আপলোড করে চায় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে । কারণ এটি আমাদের আরোপিত নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।’

টিকটকের দাবি, তারা একটি আত্মহত্যার ভিডিও ইতিমধ্যে তাদের সাইট থেকে মুছে ফেলেছে এবং যারা বারবার এই রকম ভিডিও আপলোড করার চেষ্টা করেছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

তবে ঠিক কোন অ্যাকাইন্টের ভিডিও মুছে ফেলা হয়েছে সেটি এখনো পরিষ্কার করা হয়‍নি। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে, রবিবার রাতে একজন তরুণ তার শরীরে গুলি করার কয়েকটি ভিডিও আপলোড করে সাইটিতে। যেগুলো আপলোডের পরপরই অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। এই ঘটনার পরেই মূলত সোমবার তারা এই বিবৃতি দেয়।

টিকটিক যদিও সংবাদ মাধ্যমে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এনএইচএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা