সত্য ঘটনার আলোকে ‘সাইকো লাভার’

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১

তরুণ নির্মাতা সবুজ খানের পরিচালনায় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন লোকেশনে এটির শুটিং শেষ হয়েছে। এই ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী, আফফান মিতুল ও চিত্রনায়িকা অরিন।

এই ওয়েব ফিল্মটির মাধ্যমে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে কাজ করলেন বড় পর্দার অভিনেতা জয় চৌধুরী। তিনি বলেন, ‘এটি ওটিটি প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ। ছোট ভাই আফফান মিতুলের অনুরোধে কাজটা করেছি। তাছাড়া এই ফিল্মের গল্পটা রিয়েল স্ট্রোরি বেইজ, তাই ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘বন্ধুদের মধ্যে কেউ সাইকো থাকলে তখন একটি দুর্ঘটনায় কতগুলো জীবন নষ্ট হয়। সেটাই দেখা যাবে ওয়েব ফিল্মটিতে। আর ছেলে-মেয়ে আসলে কখনো বন্ধু হয় না। সেখানে ভালোলাগা বা ভালোবাসার টান থাকে। স্বার্থ ছাড়া বন্ধুত্বও হয় না। আসা করি, কাজটি দর্শক পছন্দ করবেন এবং এখান থেকে এ যুগের বন্ধুরা অনেক কিছু শিখতে পারবেন।’

ওয়েব ফিল্মটিতে সাইকোর ভূমিকায় দেখা যাবে অভিনেতা আফফান মিতুলকে। তিনি বলেন, ‘সাইকো চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। নাম ভূমিকায় যেহেতু অভিনয় করেছি দায়িত্বটা আমার ঘাড়ে বেশি ছিল। নায়িকা অরিনের সঙ্গে একটা দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভীষণভাবে আহত হই। কান দিয়ে রক্ত পড়ে কিছুক্ষণ। তবুও শুটিং করেছি।’

এই অভিনেতা আরও জানান, ‘আমার অভিনয় জীবনে এখন পর্যন্ত ‘সাইকো লাভার’ উল্লেখযোগ্য কাজ। ভবিষ্যতেও থাকবে। অরিন ও জয় চৌধুরী খুব সহযোগিতা করেছেন আমাকে। আসলে আমরা তিন জনই ফিল্মের। তাই মনে হয়েছে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছি, ওয়েব ফিল্মে নয়’

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :