ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং প্রয়াত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৭ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭

ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং প্রয়াত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর এনডিটিভির।

রবিবার সকালে দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় এই বর্ষীয়ান বিজেপি নেতার। জুন মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি অবসরপ্রাপ্ত মেজর তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং ২৭ সেপ্টেম্বর সকাল ৬ টা ৫৫ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন। ২৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাল্টি অরগ্যান ডিসফাংশন সিনড্রোম ও সেপসিসের সমস্যা ছিল তার। মাথায় আঘাত লাগার পরে এই সমস্যা দেখা দেয়। এদিন সকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।'

হাসপাতালটি আরও জানিয়েছে, 'যশবন্ত সিংয়ের জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছিল। তারা অনেক চেষ্টা করেছেন তাকে বাঁচানোর। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সাবেক মন্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ।'

যশবন্ত সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শোকবার্তায় মোদি বলেন, 'যশবন্ত জি সারা জীবন দেশের সেবা করেছেন। প্রথমে সৈনিক হিসাবে। তার পর রাজনীতিতে এসে। প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেেন।'

রাজনাথ সিং লিখলেন, 'যশবন্ত সিং জির মৃত্যুর খবর দুঃখজনক। বিজেপিকে শক্তিশালী দল হিসাবে গড়ে তুলতে ওনার অবদান অনস্বীকার্য।'

রাজস্থানের বাসিন্দা যশবন্ত সিং প্রথম জীবনে ছিলেন সেনাবাহিনীর মেজর। তারপর রাজনীতিতে যোগ দেন তিনি। অটল বিহারী বাজপেয়ী সরকারে প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন এই বিজেপি নেতা। ভারতীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সাংসদের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :