বিকাশ এজেন্টরাই তাদের টার্গেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৭

চক্রটি টার্গেট করতো বিকাশ এজেন্টদের। দোকান বন্ধ করার সময় তারা অতর্কিত হামলা চালিয়ে সব ছিনিয়ে নিতো। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার রাতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।

গ্রেপ্তার চারজন হলেন: ১. শাহীন শেখ ২. সোহেল হোসেন ৩. মুন্না ও ৪. মো. হায়দার।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ‘চলতি মাসের ১২ তারিখে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শের ই বাংলানগর এলাকার বৌবাজার মোড়ে এক বিকাশ এজেন্ট রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে প্রায় আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে উপর্যুপরি আঘাত করে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের দুটি মোবাইল, একটি ট্যাব এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুটি ছুরি ও একটি এক্সিও মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৪৯৭৫) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, এই চক্রের মূল হোতা শাহীন। প্রথমে তিনি তথ্য সরবরাহ করেন। পরে তার দেয়া তথ্যমতে চক্রের বাকি সদস্যরা ডাকাতির প্রস্তুতি নেন। পরে চক্রের আরও ২-১ জন ভালোভাবে রেকি করেন এবং টার্গেট করা ওই ব্যক্তি তার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তারা হামলা চালান। হামলার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় এবং যার কাছ থাকা সর্বস্ব লুটে নিয়ে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে পালিয়ে যান।

শাহীনের এই দলটি এরই মধ্যে রাজধানীর বছিলা, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, আশুলিয়া বেড়িবাঁধ, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

এই বিভাগের সব খবর

শিরোনাম :