যৌনতা নিয়ে পরামর্শ দিতে পটু রণবীর সিং: ভূমি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ০৯:২০
অ- অ+

যৌন সমস্যা নিয়ে পরামর্শ দিতে নাকি পারদর্শী অভিনেতা রণবীর সিং। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো নো ফিলটারে এসে এমন মন্তব্যই করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। কিন্তু রণবীর সম্পর্কে এমন কেন বললেন ভূমি? অভিনেত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তার এই মন্তব্য নিয়ে বলিউডে জল্পনা চলছে।

চ্যাট শোয়ে বিভিন্ন তারকাদের নিয়েই কথা বলেন ভূমি। একটি সেগমেন্টে নেহা তাকে জিজ্ঞাসা করেন বলিউডে এমন কোন অভিনেতা রয়েছেন যিনি ‘সেক্স ডক্টর’ বা সেক্সোলজিস্ট হতে পারবেন। অর্থাৎ এমন কোন অভিনেতা রয়েছেন যিনি যৌন জীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দিতে পারবেন। উত্তরে ভূমি রণবীরের নাম নেন।

অভিনেত্রী বলেন, 'আমার মনে হয় ওর কাছে এই ধরনের অনেক টিপস রয়েছে'। ভূমি জানান রণবীর যখন ব্যান্ড বাজা বারাত-এর সময়ে অডিশন দিচ্ছিলেন তিনিও সেখানে ছিলেন। অভিনেত্রীর কথায়, 'খুব মজা হয়েছিল। ওর এনার্জি দেখার মতো। আমি উড়ে গিয়েছিলাম! আমার খুব ভালো লেগেছিল কারণ আমার মনে হয়েছিল, কী অসাধারণ অভিনেতা আর কী এনার্জি ওর! আমি যশরাজের কাস্টিং ডিরেক্টর শানুর থেকে শুনেছিলাম, যে ও কতটা পরিণত।'

এই চ্যাটে করোনাভাইরাস নিয়েও কথা বলেন ভূমি। লকডাউনে কেমন সময় কেটেছে তাও শেয়ার করেন তিনি। ভূমির কথায়, 'গ্রীষ্মে আমার অনেক পরিকল্পনা ছিল। সেগুলো হল না। তখন নিজেকেই বোঝালাম যে ভূমি তোমার সমস্যাগুলি প্রথম দুনিয়ার। বরং নিজেকে বোঝাও যে এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে তুমি নিরাপদে রয়েছ।'

ঢাকা টাইমস/০১অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা