মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়েছে ধর্ষণ: শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২০:৩০ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২০, ১৮:৩০

দেশব্যাপী ঘটে চলা একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসের ধর্ষণকে মহামারির চেয়ে ভয়ংকর হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

শাকিব খান লেখেন, ‘সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তার পরই একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়, তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না কি, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।’

‘আমি সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরণের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার শুটিং চলতি ছবি ‘নবাব এলএলবি’ সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।’

‘দেশে মহামারির চেয়েও ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওইসব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। দল, মত, ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঢাকাটাইমস/৮অক্টোবর/এসকেএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :