কবি জাকির জাফরানের কাব্যগ্রন্থ ‘জ্যোৎস্নাসম্প্রদায়’

সাহিত্য প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১২:১১
অ- অ+

কবি জাকির জাফরানের পঞ্চম কাব্যগ্রন্থ ‘জ্যোৎস্নাসম্প্রদায় প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে জলধি। বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। কবিতার চিত্ররূপ দিয়েছেন সত্যজিৎ রাজন।

২৫০ টাকার মূল্যের এই কবিতার বইয়ে মুখবদ্ধ লিখেছেন, নির্মলেন্দু গুণ।

তিনি লিখেছেন, ‘জাকির জাফরান শুধুই কবি নন, তিনি খুবই শক্তিশালী একজন কবি। তাঁর কাব্যগ্রন্থ্যের জন্য নির্বাচিত নাম-‘জ্যোৎস্নাসম্প্রদায়’ কল্পনাশক্তির পারদর্শিতাকে প্রকাশ করেছে। জ্যোৎস্নাকে বাংলা কবিতায় বহুবার ব্যবহার হতে দেখেছি-কিন্তু জ্যোৎস্নাকে সপ্রাণ-সম্প্রদায় হিসেবে, তাঁর আগে কোনো কবিতে ভাবতে দেখেছি, এমনটা মনে পড়ে না।’

কবিতার বইয়ের একটি কবিতা এমন-

‘যেদিকে শ্যামলা নারী ধান্য পায়ে নিত্য হেঁটে যায়,

ওগো সাঁই, প্রেমের মোকাম জানি মথুরায়।’

নির্মলেন্দু গুণ মনে করেন, জাকির জাফরান কৃষকুলের আনন্দ-বেদনার ছবি যে দক্ষতার সঙ্গে বাণীবদ্ধ করেছেন-যেসব স্মরণযোগ্য চিত্রকল্প তিনি রচনা করেছেন, আমরা কাছে তা অভিনব এবং আনন্দময় বলে মনে হয়েছে।

বইটিতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম, ছয় দফা ও জাতির পিতা বঙ্গবন্ধুর এক অনিন্দ্য চিত্রকল্প ফুটে উঠেছে তার কাব্যভাষায়।

বইটির ঢাকা, চট্টগ্রামের পরিবেশকদের পাশাপাশি কলকাতায়ও পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা