ব্রাহ্মণবাড়িয়ায় সুদ নিয়ে খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৫:০৩| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৫:২৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডায় বৃদ্ধ ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার গভীর রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে তার ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা করেন। এর পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেন, তার স্ত্রী আসমা বেগম, মশিউর রহমান অর্জুন ও তার স্ত্রী খাদিজা আক্তার। তারা সবাই একই এলাকার। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সুদের টাকা নিয়ে আবদুল মালেক (৮০) তার ভাতিজার হাতে খুন হন বলে অভিযোগ রয়েছে। সোমবার রাত ৮টায় শহরের পূর্ব মেড্ডা স্কুল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেক ওই এলাকার কাশেম আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে মালেকের ছেলে শরীফ ব্যবসা করতে সুদে এক লাখ টাকা নেন মনিরের কাছ থেকে। প্রতি মাসে সেই টাকার সুদ নিয়ে আসছেন মনির। সুদের এই টাকা নিয়ে সোমবার রাতে মালেকের ওপর হামলা করে মনির ও তার লোকজন।

গুরুতর আহত অবস্থায় মালেককে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. নাজমুল হক মালেককে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার প্রতিবাদে এলাকাবাসী মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা