তিন ভাগে বিভক্ত হয়ে জাল টাকা তৈরি ও সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২১, ১৮:১০

জাল টাকা তৈরির কাজে জড়িতরা কয়েক ভাগে বিভক্ত। এদের মধ্যে একটি গ্রুপ অর্ডার অনুযায়ী জাল নোট তৈরি করে, অপর গ্রুপ টাকার বান্ডিল পৌঁছে দেয়, আরেক গ্রুপ এসব টাকা বাজারে ছড়িয়ে দেয়। এই চক্রটি প্যাকেট আকারে সুনির্দিষ্ট কিছু লোককে সরবরাহের জন্য বিপুল পরিমাণ জালনোট তৈরি এবং বাজারে সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর আশুলিয়া থেকে জাল টাকা ব্যবসায়ী চক্রের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মিজানুর রহমান ও রেজাউল ইসলাম। বিকালে র‌্যাব-১ এর সহকারী পুলিশ মুশফিকুর রহমান তুষার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা আশুলিয়া থানার ভাদাইল গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে এক লাখ ৪৪ হাজার ৬০০ টাকা মূল্যমানের জাল নোট, পাঁচটি মোবাইলফোন, একটি কি-বোর্ড, দুটি টোনার, একটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন, একটি প্রিন্টার, ১০টি স্ক্যানার বোর্ড, দুটি থাই বোর্ড, ৮৫০ গ্রাম টু পার্ট পেপার জল ছাপ, তিন বোয়ম সোনালী রং, পাঁচটি অ্যান্টি কাটার, একটি হিট লাইট, পাঁচটি হিট লাইট বাল্ব, পাঁচটি রাবার, দুটি অ্যান্টি কাটার ব্লেড, দুটি ক্লাম, ছয়টি স্কেল, দুটি ফয়েল পেপার, একটি হাতুড়ি, তিনটি লিকুইড রং, তিনটি গাম, দুই কেজি পেইন্ট, দুই কৌটা হলুদ রং, পাঁচটি সেনসিটিজার, দুটি ব্যাগ, চারটি থাইগ্লাস, ২২ কেজি টাকা বানানোর কাগজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে জালনোট তৈরি করে আসছিল। তারা বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করে জালনোট তৈরি করে।

গ্রেপ্তারকৃত মো. মিজানুর রহমান ২০১২ সালে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। এর আগেও তিনি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এক বছর জেল খাটেন। পরে তিন মাস আগে বেরিয়ে তিনি অধিক লাভের লোভে জাল টাকা তৈরি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। আর গ্রেপ্তারকৃত মো. রেজাউল ইসলাম এই অবৈধ জাল টাকা তৈরিতে সহযোগী হিসেবে কাজ করতেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :