‘আমেরিকা এর চেয়ে ভালো অবস্থানে যেতে পারবে না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ ভাষণে ডোনাল্ড ট্রাম্প জনগণের জন্য সব সময় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।আমেরিকাকে সবচেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন বলে ভাষণে দাবি করেন ট্রাম্প। এসময় বাইডেন প্রশাসনের জন্য শুভকামনাও জানান তিনি।
বুধবার হোয়াইট হাউস ছেড়ে ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে ভাষণ দেন ট্রাম্প।
সিএনএন’র প্রতিবেদনে জানানো হয়, অ্যান্ড্রুজে সমবেত হওয়া পরিবারের সদস্য এবং কর্মচারিদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আপনারা চমৎকার মানুষ। এটা একটা মহান, মহৎ দেশ। আপনাদের প্রেসিডেন্ট হতে পারা আমার জন্য সবচেয়ে সম্মানের এবং মর্যাদার।’
সিএনএন জানায়, বুধবার হোয়াইট হাউস ছেড়ে পরিবারসহ অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান ট্রাম্প। সেখানে তার জন্য ছোট পরিসরে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়াও।সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নিজের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই পরিবার কত কঠোর পরিশ্রম করেছে, সে সম্পর্কে কারও কোনো ধারণা নেই। তারা অনেক সহজ জীবন কাটাতে পারত।’
ট্রাম্প বলেন, আপনাদের জন্য সব সময় লড়াই চালিয়ে যাবো। সবকিছু পর্যবেক্ষণ করবো, সবকিছু শুনবো আর আপনাদের বলতে থাকবো যে এই দেশের ভবিষ্যত ভালো হতে পারবে না। আমি নতুন প্রশাসনের জন্য শুভ কামনা রাখছি। আমি মনে করি তারা বিপুল সফলতা পাবে। সত্যিই দর্শনীয় কিছু করার জন্য তারা ভিত্তি প্রস্তুত পাবে।’
মেলানিয়া ট্রাম্পকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করার আগে ডোনাল্ড ট্রাম্প তার চিফ অব স্টাফ মার্ক মিডোসের কথাও উল্লেখ করেন। মেলানিয়া সম্পর্কে তিনি বলেন, ‘তিনি উচ্চ মর্যাদাসম্পন্ন ও সুন্দর একজন নারী। মানুষের মধ্য তিনি ভীষণ জনপ্রিয়।’
বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আপনাদের ফার্স্ট লেডি হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের বিষয় ছিল। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমার চিন্তা ও প্রার্থনায় আপনারা সব সময় থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। ঈশ্বর আপনাদের সবার পরিবারের মঙ্গল করুন। ঈশ্বর এই সুন্দর জাতির মঙ্গল করুন। ধন্যবাদ।’
অবকাশ যাপনের জন্য অ্যান্ড্রুজ ঘাঁটি থেকে ফ্লোরিডার গলফ ক্লাবে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
ঢাকাটাইমস/২০জানুয়ারি/ইএস
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

পশ্চিমবঙ্গে ভোট শুরু ২৭ মার্চ, ফল ২ মে

যুক্তরাজ্যে ফিরতে পারবেন না আইএস বধূ শামীমা

সীমান্ত উত্তেজনা কমাতে হটলাইন স্থাপন করছে ভারত-চীন

মিয়ানমারের নির্বাচনের ফল অবৈধ ঘোষণা কমিশনের

জার্মানি এখনও আফগান শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ

নাইজেরিয়ায় ফের স্কুল শিক্ষার্থীদের অপহরণ

স্পেনে হাতির শুঁড়ের আঘাতে চিড়িয়াখানা রক্ষকের মৃত্যু

অবশেষে করোনায় মৃতদের কবর দেয়ার অনুমতি শ্রীলংকার

আন্দামান সাগর থেকে ৮১ রোহিঙ্গা উদ্ধার, আটজনের মৃত্যু
