সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। নির্যাতনের শিকার সাংবাদিক কামাল হোসেন নিজে বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় গ্রেপ্তাররা হলেন ফয়জল আহমদ, আনহারুল ইসলাম, তাহির হোসেন ও মাসরিবুল ইসলাম।

তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে ঘাগটিয়া গ্রাম থেকে গ্রেপ্তার বিকালে সুনামগঞ্জ আদালতের মাধ্যম জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার এসআই দীপংকর বিশ্বাস। তবে আটক চারজন সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি তাদের পরিবারের।

নির্যাতিত সাংবাদিক কামাল হোসেন রাফি তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক কামাল হোসেন রাফি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত সোমবার সকালে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তুলতে গিয়ে হামলা-নির্যাতনের শিকার হন কামাল হোসেন।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :