চুয়াডাঙ্গা সীমান্তে দেড় কোটি টাকার সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২০| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৩
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি এলাকা থেকে আড়াই কেজি ওজনের ১১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। বৃহস্পতিবার রাতে ওই সীমান্ত এলাকার বুইচিতলা গ্রামের রাস্তার ওপর থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ফুলবাড়ী সীমান্ত দিয়ে সোনার বড় চালান পারাপার হতে পারে এমন তথ্যে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী সীমান্তের বুইচিতলা গ্রামের পাকা রাস্তার উপর থেকে ২ কেজি ৪১৬ গ্রাম ওজনের ১১টি সোনার বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান জানান, ২ কেজি ৪১৬ গ্রাম স্বর্ণের পরিমাণ ২০৭ ভরি ২ আনা ২ রতি। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়েরের পর উদ্ধার সোনা দর্শনা থানায় জমা দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা