‘বঙ্গবন্ধু কন্যার চিন্তায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ১৮:৫৮
অ- অ+

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘প্রধানমন্ত্রী এদেশের মানুষের কল্যাণে ও উন্নয়নে যে ভাবনা ভাবেন, তা বিশ্বের অনেক বড় বড় নেতাদের মাথায় আসতে সময় লাগে অন্তত ১০ বছর। বঙ্গবন্ধু কন্যার চিন্তা ও চেতনার ফলে বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হওয়ার জন্য উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে।’ তিনি রবিবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকাননে শরীয়তপুর জেলা যুব উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০০৮ সালে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন। তখন বিশ্বের অনেক বড় বড় দেশসহ আমাদের দেশের মানুষও এ নিয়ে হাসি তামাশা করেছিলেন। অথচ তারও ১০ বছর পরে ২০১৮ সালে বাংলাদেশের অনুকরণে বিশ্বের অন্যতম বৃহৎ দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়া বাস্তবায়নের ঘোষণা দেন। এ থেকেই প্রমাণ হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী কতটা দূরদর্শী।’

মন্ত্রী শরীয়তপুরের ৬ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ জেলার যুব ও ক্রীড়ার উন্নয়নে বেশকিছু প্রকল্প বাস্তবায়নের বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।

জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, যুব উন্নয়ন মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আজহারুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হাসানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোর্থ আইআর এ্যাগ্রো ফিসারিজের পরিচালক আহমেদ বারি।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা