শাল্লায় হামলা: প্রধান আসামি স্বাধীন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৪:২৮| আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৪:৪৪
অ- অ+

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি ২৯ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শাল্লাজোনের বিচারক শ্যামকান্তি সিনহা এই রিমান্ড মঞ্জুর করেন।

হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত রবিবার স্বাধীনের ১০ দিন করে এবং বাকি ২৯ জনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আদালত মঙ্গলবার দুপুরে স্বাধীনকে পাঁচ দিন এবং অন্যদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার গভীর রাতে শাল্লায় হামলার ঘটনায় প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। এ ঘটনায় এখন পর্যন্ত জেলার দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও মামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।

ইউপি সদস্য স্বাধীন জেলার দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শহিদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লা উপজেলার পার্শ্ববর্তী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনি গ্রামে।

গত ১৭ মার্চ ধর্মীয় বক্তা মামুনুল হককে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কয়েকটি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার লুট হয়।

ঢাকাটাইমস/২৩মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা