করোনায় আক্রান্ত আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৬:৪৩ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ১০:৫৭

করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পরিচালক এবং সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান। স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি আকরাম খান নিজেই নিশ্চিত করেছেন।

গত শুক্রবারই বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক স্কোয়াড নির্বাচনে আকরাম খানের ভূমিকা কতটুকু, সেটা আর বলা উপেক্ষা রাখে না। আর এদিন রাতেই তিনি পেলেন করোনায় আক্রান্ত হওয়ার খবর।

বেশ কিছুদিন ধরেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। যে কারণে সংবাদমাধ্যম থেকে শুরু করে সবার সঙ্গেই খানিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছিলেন তিনি।

মনের সংশয় দূর করতে করোনা পরীক্ষা করিয়েছিলেন আকরাম খান। অতপর আসে সেই পরীক্ষার ফলাফল। যেখানে দেখা যায়, তার শরীরে রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি।

এ বিষয়ে আকরাম জানান, ‘শুক্রবার রাতেই করোনা পরীক্ষার ফল পেলাম, পজিটিভ এসেছে। দিনে পরীক্ষা করিয়েছিলাম। এখন পুরোপুরি আইসোলেশনে আছি। পরিবারের সদস্যরা খানিক বিচলিত। তবে আমি শারীরিকভাবে সুস্থ আছি।’

এদিকে আকরাম খানের করোনায় আক্রান্ত হওয়ার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের শরীরেও এর উপস্থিতি পাওয়া গেছে। যদিও নিজের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি বিশ্বাসই করতে পারেননি তিনি।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। যে কারণে বিমানের টিকিট কেটেও নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি। সুস্থ না হওয়া পর্যন্ত বাংলাদেশেই থাকতে হচ্ছে তাকে। তিনিও আকরাম খানের মতোই আইসোলেশনে রয়েছেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :