বেগমগঞ্জে পিকআপ ভ্যান উল্টে একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৪:৫৮
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ইটবাহী একটি পিকআপ ভ্যান উল্টে পারভেজ হোসেন(২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নাজিরপুর এলাকার শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন উপজেলার কাদিরপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইট বোঝায় একটি পিকআপভ্যান নিয়ে নাজিপুর যাচ্ছিল পারভেজসহ কয়েকজন শ্রমিক। সকাল ৮টার দিকে গাড়িটি শাহ আলম চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছে সড়কে মোড় নিতে গিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ইটের নিছে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন পারভেজ। গাড়িতে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা