সাভার ও ধামরাইয়ে ২০ দোকানিকে জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ১৭:৪০
অ- অ+

লকডাউনের বিধিনিষেধ না মানায় সাভার ও ধামরাইয়ে ২০ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে শনিবার দুপুরে সাভারের উলাইলে অভিযান চালিয়ে একটি মার্কেটের ১৭টি জামা-কাপড় এবং জুতার দোকানিকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মাহফুজ।

তিনি জানান, সর্বাত্মক লকডাউনের চারদিনের মাথায় মানুষের মাঝে প্রবণতা দেখা যাচ্ছে আইন অমান্য করার। তবে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। প্রজ্ঞাপনের নিষেধাজ্ঞা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে লকডাউনের প্রথম দিন থেকেই।

অন্যদিকে একইদিন ধামরাইয়ের কালামপুর বাজারে দোকান খোলা রাখার দায়ে জনতা ট্রেডার্সকে পাঁচ হাজার, ওয়াসিম বস্ত্রালয়কে পাঁচ হাজার, আব্বাস হার্ডওয়্যারকে সাত হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অন্তরা হালদার ।

প্রসঙ্গত, লকডাউনের প্রথম দিন থেকেই সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে স্থানীয় প্রশাসন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা